মোঃজাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের রসুলপুর জামে মসজিদ খানা কিছু স্বার্থন্বেষী মহল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে মসজিদের ভূমি দাতা রসুলপুর গ্রামের মজিবুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবপুর বরাবর লিখিত অভিযোগ দিয়ছেন। অভিযোগ সূত্রে জানা যায় প্রায় ৪০ বছর পূর্বে এলাকার জনসাধারণের এবাদত করার স্বার্থে ৫ শতক জমির উপর এলাকাবাসীর সম্মিলিতভাবে রসুলপুর জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এরপর প্রায় চল্লিশ বছর যাবত এলাকাবাসী উক্ত মসজিদে নামাজ আদায় করে আসছেন।
গত শুক্রবার বাদ জুমা পূর্ব পরিকল্পিতভাবে হবিবপুর গ্রামের হামিদ আলী, রসুলপুর গ্রামের শাহিন মিয়া ও আফজলপুর গ্রামের আব্দুল হামিদ এর নেতৃত্বে বেশ কিছু লোক পাকা দেয়ালের উপর টিনশেড মসজিদের দেয়াল ভেঙ্গে টিনের চালাসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে করে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানান।
এ বিষয়ে জানতে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার’র নম্বরে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি।