মাধবপুরে মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর

অনলাইন এডিটর
August 22, 2020 1:19 am
Link Copied!

ছবি: চেক হস্তান্তর করেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ শামীম।

 

লিটন বিন ইসলাম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউপির রতনপুর জামে মসজিদ ও নোয়াপাড়া চা বাগানের লোকনাথ মন্দিরের উন্নয়নের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ২০১৯/২০ ইং অর্থবছরে হবিগঞ্জ জেলা পরিষদের এডিপি হইতে বরাদ্দকৃত টাকা হতে ১ লক্ষ ৫০ হাজার টাকা নোয়াপাড়ার রতনপুর জামে মসজিদের উন্নয়নের জন্য মসজিদ কমিটি ও উক্ত গ্রামের ইউপি সদস্যের হাতে এবং উক্ত বরাদ্দ হইতে ১ লক্ষ টাকা নোয়াপাড়া চা বাগান লোকনাথ মন্দিরের উন্নয়ের জন্য মন্দির কমিটি এবং লেবিও পাত্রের হাতে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ শামীম।

জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ শামীম জানান, নোয়াপাড়া চা বাগানের বহু আকাঙ্ক্ষিত উক্ত মন্দিরটি উন্নয়ন কাজ অনেকদিন যাবৎ অসমাপ্ত হয়ে পরে রয়েছিল। পরিশেষে মন্দিরের অসমাপ্ত নির্মাণ কাজ শেষ করার জন্য উক্ত বরাদ্দ দেওয়া হয়।