মাধবপুরে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 24 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা

Link Copied!

মোঃ মিটন মিয়া মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুরে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জের মাধবপুরে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৩ জুন) মঙ্গলবার বিকালে পৌর এলাকার নোয়াগাওস্থ শ্রী শ্রী গিরিধারী মন্দির প্রাঙ্গনে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন। উপজেলার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে মন্দিরে নিজস্ব পাহারাদার নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের বিশেষ টিম গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

ছবি : মাধবপুরে মন্দিরের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে

শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি লিটন রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল দাস, অরুন কুমার নাগ, মনোজ কান্তি, ডাঃ হরিশ চন্দ্র প্রমুখ