মোঃ মিটন মিয়া,মাধবপুর প্রতিনিধি ।।মাধবপুর পৌরসভা ৯নং ওয়ার্ড নোয়াগাও শ্রী শ্রী গিরি ধারী মন্দিরে বিগ্রহের গয়না সহ নগদ টাকা চুরি হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায়, দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে,মাধবপুর পৌরসভা ৯নং ওয়ার্ড নোয়াগাঁও গ্রামের পুরনো একটি মন্দিরে। এই ঘটনায় ২২কেজি ওজনের পিতলের মূর্তি,সোনার মুকুট,থালা বাসন, রুপার গায়ের গয়না সহ নগদ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার সামগ্রী চুরি হয়েছে ।
এই চুরির বিষয়ে মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, প্রতিদিনের মত শনিবার রাতেও মন্দিরে পুজো দেওয়ার পর তালা লাগিয়ে ঘরে চলে যান পুরোহিত। রবিবার সকালে মন্দিরে পুজো দেওয়ার জন্য ফের তিনি মন্দিরে এলে, তালা খোলার পর চুরির বিষয়টি বুঝতে পারেন। মন্দিরের তালা খোলার পর দেখা যায় সমস্ত জিনিস ওলট পালট হয়ে ছড়িয়ে রয়েছে।
এদিকে, সকালে খবর পেয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি নাজিম উদ্দীন, মাধবপুর থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) গোলাম দস্তগীর। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে মাধবপুর থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) গোলাম দস্তগীর।