পবিত্র দেবনাথ, মাধবপুর প্রতিনিধি : মাধবপুরের মনতলা সড়কে ব্রিজ মেরামতের সময় ডাইভারশন না থাকায় ওই রাস্তা দিয়ে চলাচলাকারী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা সংলগ্ন পূর্বদিকে একমাত্র সড়ক এটি দিয়ে হরষপুর পর্যন্ত মানুষ চলাচল করে। হঠাৎ করে আজ মঙ্গলবার (৫মে) দুপুরের পর বয়াইলা পোল নামে মানুষ চিনে যে ব্রিজটি সেই ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়েছে। ফলে কাজ চলাকালনীন সময়ে কোনো ধরণের ডাইভারশন না থাকায় রাস্তার উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
ডাইভারশন না থাকায় রাস্তা চলাচলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অসুস্থ্য রোগী নিয়ে অনেকেই চলাচলে পড়েছেন বিপাকে। তাই বিষয়টি ব্রিজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার দরকার বলে জানিয়েছেন যাত্রী সাধারণ।