বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মটরসাইকেল দূর্ঘটনায় সড়কে প্রাণ হারালেন নারায়নগঞ্জের দুই তরুণ-তরুণী।
শনিবার (১১-জুলাই) সকাল ১১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আল-আমিন সিএনজি ফিলিং ষ্টেশনের পার্শবর্তী (কড্ডা) নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, নারায়নগঞ্জের বেটকা গ্রামের বাসিন্দা ইমন মিয়া (২৬) ও জান্নাত আক্তার (২৫)।
স্থানীয় সূত্রে জানাযায়, শ্রীমঙ্গল এক আত্নীয়র বাসা থেকে নারায়নগঞ্জ ফেরার পথে কড্ডা নামক স্থানে আসলে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানিতে সিল্প খেয়ে পরে গেলে ঘটনা স্থলেই জান্নাত আক্তার (২৫) মার যায়। আহত চালক ইমন মিয়া (২৬) কে উদ্বার করে মাধবপুর স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
শায়েস্তগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।