তানিল ,মাধবপুর : মাধবপুরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বুধবার (২০মে) দুপুর ১২ টায় বাজারে তদারকি অভিযান চালায় মোবাইল কোর্ট। অভিযান করে চারটি প্রতিষ্টানকে দশ হাজার টাকা জরিমানা করেছে। তার মধ্যে রয়েছে জগদীশপুর বাজারের দুটি ফামের্সী, একটি মোদির দোকান ও একটি পোল্ট্রি মোরগের দোকান।
জানা যায় ফার্মেসীগুলোতে মেয়াদউত্তীর্ন ঔষধ থাকার কারনে জরিমানা করা হয়।
মোদির দোকানে ও মেয়াদউত্তীর্ন পন্য রাখার কারনে জরিমানা আদায় করা হয়। এবং পোল্ট্রি মোরগের দোকানের পরিবেশ ভাল না রাখার জন্য পোল্ট্রি মোরগের দোকানকে জরিমানা করা হয় এবং সেই সাথে খুব দ্রুত পরিবেশ ঠিক করার জন্য নির্দেশ প্রদান করা হয়।