মাধবপুরে পতিত জমি থেকে অবৈধভাবে বালি আহরণের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও অননুমোদিত কীটনাশক বিকি্রির উদ্দেশ্যে দোকানে মওজুদ রাখায় অপর একজনকে ৩ হাজার ৫ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) ছাতিয়াইন ইউনিয়নের সাকুচাইলে একটি পতিত জমি থেকে অবৈধভাবে বালি আহরণের দায়ে মোঃ আবু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোঃ আবু মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের বাসিন্দা।
পৃথক অভিযানে ছাতিয়াইন বাজারের কীটনাশক ব্যবসায়ী নিপন রায়কে দোকানে অননুমোদিত কীটনাশক রাখার দায়ে ৩ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহ্সান। এ সময় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক তার সাথে ছিলেন।