মাধবপুরে ভিজিডি'র চাল বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 23 November 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ভিজিডি’র চাল বিতরণ

অনলাইন এডিটর
November 23, 2020 7:10 pm
Link Copied!

ছবি: মাধবপুরে ভিজিডি’র চাল বিতরণ।

 

রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : মাধবপুর উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ভিজিডি’র চাল বিতরণ করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে আদাঐর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে ইউনিয়নের ১৫৯টি দরিদ্র এবং অসহায় পরিবারের মাঝে ৩০কেজি হারে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ৪নং আদাঐর ইউনিয়নের চেয়ারম্যার ফারুক পাঠান, মাধবপুর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, ইউনিয়ন সদস্য সহ আরো অনেকে। সকলের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে একে একে করে চাল বিতরণ করা হয়।