তন্ময়/লিটন, মাধবপুর॥ মাধবপুরের জগদীশপুরে রাতে অভিযান চালিয়ে ভিজিডি’র ১০ টাকা মূল্যে ৪’শ ৫০ কেজি চাল জব্দ করেছেন ইউএনও তাসনূভা নাশতারান। চাল জব্দ শেষে অবৈধভভাবে চাল মজুদের অপরাধে মনোরঞ্জনকে ১৫ দিনের কারাদন্ড দেন ইঊএনও।
জানা যায়, ৭নং জগদীশপুরে তেমনিয়া বাজারে রাত ১০ টায় অভিযান চালিয়ে তেমনিয়া বাজারের মনোরঞ্জনের দোকান থেকে ভিজিডি’র ৪’শ ৫০ কেজি চাল জব্দ করা হয়। মনোরঞ্জন বিভিন্ন কার্ডধারীর কাছ থেকে ১০ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল মজুদ করেন।
গোপন সূত্রে খবর পেয়ে ইউএনও তার দোকানে গিয়ে চাউলগুলি জব্দ করেন। তারপর ইউএনও জগদীশপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে ভিজিডি’র কার্ডধারীদের ঘর তল্লাসি করেন। আমার হবিগঞ্জের সাথে কথা হলে ইউএনও তাসনূভা নাশতারান বলেন, মনোরঞ্জনকে অবৈধভাবে ৪’শ ৫০ কেজি চাল মজুদের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে।