মাধবপুরে ভারতীয় মাদক ও কাপড়সহ আটক ২ জন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 18 December 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ভারতীয় মাদক ও কাপড়সহ আটক ২ জন

Link Copied!

লিটন বিন ইসলাম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভারতীয় মাদক ও  শাল (চাদর)  সহ দু’জনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) রাতে মেহেরগাঁও , মেইল পিলার ১৯৯৮ হতে ১০০ গজ বাংলাদেশর অভ্যন্তরে টল কমান্ডার গোলাম মোস্তফার নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা সিভিল সোর্সের মাধ্যমে তাদের আটক করা হয়।

ছবি : মাধবপুরের ধর্মঘর সীমান্তে বিপুল পরিমান মাদকসহ ২ জনকে আটক করেছে বিজিবি

অভিযানে আটককৃতরা হলেন, উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের জহুর আলীর ছেলে সুজাত মিয়া (৩২) এবং একই গ্রামের আব্বাস আলীর ছেলে সাগর মিয়া (৩০)।
উপজেলার ধর্মঘর বিজিবি ক্যাম্পের কমান্ডার গোলাম মোস্তফা দৈনিক আমার হবিগঞ্জকে জানান, রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় ৩৬ ফেনসিডিল ও ভারতীয় ৬ কেজি গাঁজা, এবং ভারতীয় শাল/চাদর  এবং প্যান্টসহ উল্লেখিত দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।