মাধবপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্র্রেপ্তার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 23 October 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্র্রেপ্তার

Link Copied!

পবিএ দেবনাথ মাধবপুর  প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুরে ৫০ বোতল  ভারতীয় সিগনেচার মদ ও সিএনজি গাড়ীসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করছে কাশিমনগর পুলিশ ফাঁড়ি।
শুক্রবার  (২৩অক্টোবর) সকাল সাড়ে এগারটায়  মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম  দাস এর  নেতৃত্বে এ এস আই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মনতলা চৌমুহনী রাস্তার তেমুনিয়া বাজারের সাকিনে  ৫০ বোতল ভারতীয়  সিগনেচার মদ, একটি সিএনজি গাড়ীসহ ১ মাদক কারবারি কে গ্রেপ্তার করে কাশিমনগর পুলিশ ফাঁড়ি ।

ছবি : ভারতীয় মদসহ রফিকুল ইসলাম পুলিশের হাতে গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত মাদক কারবারি হল-মাধবপুর উপজেলার ০১ নং ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ আশরাফ উদ্দীনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৬)।
এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উওম দাস গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, আটক রফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।