মাধবপুরে ভারতীয় নিন্মমানের চা-পাতা জব্দ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 1 November 2021

মাধবপুরে ভারতীয় নিন্মমানের চা-পাতা জব্দ

Link Copied!

মোঃজাকির হোসেন, মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া বাজারের এক গোদাম থেকে ২৩ শ ৫৮  কেজি ভারতীয় নিন্মমানের চা-পাতা জব্দ করেছে বিজিবি।
৫৫ বিজিবির অধিকনায়ক লেঃ কর্ণেল সামীউন্নবী চৌধুরী জানান, রোববার(৩১অক্টোবর) বিকেলে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের এডি মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বাজারের আব্দুল আউয়ালের গোদামে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ চা-পাতা জব্দ করে।
যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৭ হাজার টাকা।

ছবি : মাধবপুরের তেলিয়াপাড়ায় ভারতীয় নিন্মমানের চা-পাতা জব্দ করেছে বিজিবি

বিষয়টি নিশ্চিত করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের এডি মোহাম্মদ নাছির উদ্দিন তিনি জানান, অভিযানকালে চা-পাতা উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়