মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুরের ধর্মঘর (বিওপি) সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় দুধ ও মেহেদীসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় মাধবপুর উপজেলার সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারি চালিত অটোরিকশা থেকে ২২১ পিস ভারতীয় লেকটোজেন দুধ ও ৭২০ পিস মেহেদীসহ মন্নর আলী (২৭) ও হৃদয় মিয়া (২০)’কে টহলরত বিজিবি আটক করে।
বিজিবি, বলেন আটক দুধ ও মেহেদীর আনুমানিক মূল্য ১,লাখ ৪৩ হাজার টাকা। ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এসএন ম সামীউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।