ইয়াছিন তন্ময়ঃ হবিগঞ্জের মাধবপুরে পূর্ব বিরোধের জের ধরে খালাতো ভাইয়ের কুড়ালের আঘাতে আহত মোহাম্মদ আলী (৪০) মারা গেছেন।নিহত মোহাম্মদ আলী উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে।
শুক্রবার (৫ মার্চ) সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী সুত্রে জানাযায় , পূর্ব বিরোধ নিয়ে গত ২২ ফেব্রুয়ারি নিহত মোহাম্মদ আলী সাথে তার খালাতো ভাই বাহার উদ্দিনের কথা কাটাকাটি হয়। এ সময় বাহারের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ আলী। তৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। সেখানে চিকিৎসা শেষে তাকে পূণরায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক জানান, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।