রুয়েল আহাম্মদ রুবেল, মাধবপুর : “লাগাব গাছ বাঁচাব পরিবেশ, লাল সবুজের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ব্লাড ফর লাইফ বাংলাদেশ এর কমিটির বৃক্ষ রোপন কর্মসূচি ২০২০ উৎযাপন করা হয়।
রবিবার (০২ আগস্ট) সকালে মাধবপুর প্রেসক্লাবের সামনে থেকে চারা রোপন শুরু করেন। চারা রোপন উদ্ধবন করেন মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান
এ সময় উপস্থিত ছিলেন ব্লাড ফর লাইফ বাংলাদেশ এর সদস্য সুফল মোদক, অজয় রায়, মোস্তাফিজুর রহমান রিদয়, এইচ এম আলমগীরসহ আরো অনেকে। এ সময় ব্লাড ফর লাইফ বাংলাদেশ মাধবপুর উপজেলার সহকারী পরিচালক অজয় রায় জানায় তারা সপ্তাহ ব্যাপী ৫০০ গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রাঙ্গনে, এবং রাস্তা ঘাটে রোপন করবেন।