মাধবপুরে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 24 December 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন এডিটর
December 24, 2020 11:49 am
Link Copied!

ছবি: মাধবপুরে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু।

 

মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম পাঠান নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

পৌর শহরের কৃষ্ণনগর গ্রামে বুধবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। সিয়াম কৃষ্ণনগর গ্রামের আমজাদ পাঠানের ছেলে ও উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল সিয়াম। এসময় খেলার মাঠে থাকা বিদ্যুতের তারে সে বিদ্যুতায়িত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।