মাধবপুরে বেলঘর আল-হেবা যুব সংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসুচি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 7 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বেলঘর আল-হেবা যুব সংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসুচি

অনলাইন এডিটর
August 7, 2020 11:50 pm
Link Copied!

ইয়াছিন তন্ময় : হবিগঞ্জের মাধবপুরে বেলঘর আল-হেবা যুব সংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৭ই আগস্ট) বেলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করে সংঘের সভাপতি ইমতিয়াজ চৌধুরী মিজান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

 

ছবি: বৃক্ষ রোপণ কর্মসুচিতে বেলঘর আল-হেবা যুব সংঘ।

 

এতে উপস্থিত ছিলেন সংঘের সাধারণ সম্পাদক নোমানুজ্জামান ভুইঞা, সাংগঠনিক সম্পাদক কাজী সাফিন, দপ্তর সস্পাদক সফিউল হোসাইন সাইফুল, সদস্য জাহের মিয়া, প্রচার প্রকাশনা সম্পাদক ইয়াছিন তন্ময়, সহ সকল সদস্য।

এসময় সংঘের সভাপতি সহ সকল সদস্যবৃন্দরা বলেন গাছ আমাদের অক্সিজেন দিয়ে এবং কার্বন ডাই অক্সাইড শোষন করে আমাদের বাঁচিয়ে রাখতে সহযোগীতা করে, আমাদের প্রকৃতিকে সুন্দর করে তুলতে সকলকে বেশি করে গাছ লাগাতে হবে, বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন হিসেবে আজ বেলঘর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের কার্যক্রম শুরু পর্যাক্রমে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে সংঘটনের পক্ষ থেকে গাছ লাগানো হবে।

পরে মুনাজাতের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচির সমাপ্তি করেন সংঘের সদস্য কারী হুমায়ুন আহমেদ।