ইয়াছিন তন্ময়: মাধপুর ,মহামারি করোনাভাইরাস এর প্রভাবে দিশেহারা যখন মাধবপুরের সাধারণ মানুষ। আর ঠিক এইসময়ে মাধবপুরে বেপরোয়া হয়ে উঠেছে সিএনজি চালকরা। স্বাস্থ্য বিধি না মেনে ঢাকা সিলেট মহাসড়ক সহ উপজেলার নানান সড়কে সিএনজি চালকরা অধিক যাত্রী বহন করে আদায় করে নিচ্ছে দ্বিগুন ভাড়া । যদিও মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ করেছে সরকার। এদিকে সিএনজি ড্রাইভাররা যাত্রীদের দেখাচ্ছে একের পর এক অজুহাত। রাস্তা নষ্ট, গ্যাস সরবাহ নেই,রিজার্ভ ভাড়া আছে, হাইওয়ে পুলিশের ভয় প্রভৃতি অজুহাতের কমতি নেই মাধবপুরের প্রায় সব সড়কে সিএনজি চালকদের ।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অধিক হারে চলে ভাড়া নৈরাজ্য। যত্রতত্র বৈধ কাগজপত্র বিহীন গাড়ি পার্কিং ও আনাড়ি চালকের দৌরাত্ম্য থাকলেও তারা এই নৈরাজ্য করে আসছে বলে যাত্রীদের অভিযোগ।

ছবি : ফাইল ছবি সিএনজির
মাধবপুর থেকে ছাতিয়াইন পর্যন্ত সিএনজি ভাড়া জনপ্রতি ৩০টাকার স্থলে নানা অজুহাতে আদায় করা হচ্ছে -৫০টাকা। আবার মাধবপুর থেকে জগদিশপুর পর্যন্ত ২০ টাকার স্থলে ৩০-৩৫ টাকা নেয়া হচ্ছে। তাছাড়াও বিভিন্ন রুটে বেশি যাত্রী দেখা মাত্রই সৃষ্টি হয় আরেকটি নতুন অজুহাত। এক রুটের সিএনজি যেতে চায় না অন্য রুটে। যেতে চাইলেও কেউ কেউ আবার বেশি ভাড়া হাঁকেন। ৩০ টাকার ভাড়া মুহূর্তেই হয়ে যায় ৫০-৮০ টাকা।
দৈনিক আমার হবিগঞ্জের কাছে নিয়মিত যাত্রী রহমান মিয়া ,আরিফ হুসেন ,করিম সহ অনেক যাত্রী অভিযোগ করে বলেন, মাধবপুরের সিএনজি ড্রাইভার রা মানছে কোন নিয়ম কানুন। নিয়ন্ত্রণ না থাকায় দিন দিন চালকগণ বেপরোয়া হয়ে যাচ্ছে। নানা অজুহাতে ইচ্ছা মতো ভাড়া আদায় করে নিচ্ছে যা মূল ভাড়ার দ্বিগুণ বা তিনগুণ। কোন প্রতিবাদ করলেই সিএনজি অটো শ্রমিকরা যাত্রীদের দিকে তেড়ে আসে। অস্বাভাবিকভাবে এই ভাড়া বৃদ্ধির ফলে যাত্রীরা গাড়ি চালকদের নিকট জিম্মি হয়ে পড়ছেন।
অধিকাংশ সিএনজি অটোরিকশায় গাড়ীর বৈধ কাগজপত্র যেমন নেই তেমনি চালকদের একই অবস্থা। প্রায় আনাড়ি চালকেরা গাড়ি চালানোর ফলে বেড়েছে দুর্ঘটনা। এসব সিএনজি চালকরা সিন্ডিকেট করে গায়ের জোরে অনেকটা সড়ক নিয়ন্ত্রণ করে যত্রতত্র গাড়ি পার্কিং করে ফুটপাত দখল করে থাকায় সাধারণ পথচারী, ছাত্র ছাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ সড়কের উল্লেখিত স্থানগুলোতে জনসাধারণের চলাচলের ফুটপাতে যত্রতত্র সিএনজি ও পার্কিং করে অহেতুক যানজটের সৃষ্টি করা,পথচারীদের জনদুর্ভোগের কারণে হয়ে উঠছে। তাই এই জনদুর্ভোগ নিরসনে যাত্রীরা হবিগঞ্জ প্রশাসন,মাধবপুর উপজেলা প্রশাসন সহ হাইওয়ে পুলিশ ,ট্রাফিক পুলিশ,ও মাধবপুর থানা পুলিশের শুনজর কামনা করেছেন।