মাধবপুরে বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা : বাড়ছে দুর্ঘটনা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 27 August 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা : বাড়ছে দুর্ঘটনা

Link Copied!

ইয়াছিন তন্ময়,মাধবপুর  :   হবিগঞ্জের মাধবপুরে বেপরোয়া হয়ে উঠছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রতিদিনই এইসব অটোরিকশা চলতে দেখা যাচ্ছে মাধবপুর পৌরশহর সহ ঢাকা-সিলেট মহাসড়কের। অটোরিকশাগুলো চলাচলের ফলে রাস্তায় বেড়েছে যানজট ফলে মহাসড়কে দূরপাল্লার যানবাহন নির্বিগ্নে চলাচল করতে পারছে না। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
অসুস্থ রোগী ও হাসপাতাল পথযাত্রীরা অটোরিকসার এলোমেলো চলাফেরা ও যানযটের কারনে জরুরি সেবা গ্রহনের জন্য এ্যাবুলেন্স বা অন্য যানবাহনে করে হাসপাতালে যেতে বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চলার কারণে মাধবপুরে  বিদ্যুতের চাহিদা ও বাড়ছে।

ছবি : মাধবপুরে বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা ,বাড়ছে দুর্ঘটনা

যার ফলে সমগ্র উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে রীতিমতো হিমশিম থেতে হচ্ছে পল্লী বিদুৎকে । অটোরিকশার উপদ্রবের ব্যাপারে জানতে চাইলে উপজেলার স্থানীয় বাসিন্দা অভিরাজ বলেন ,অটোরিকশার সংখ্যা বেশি হওয়ায় ও তাদের বেপরোয়া চলাচলের জন্য প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।
বাজারের ভিতরে হাটবাজার করার জন্য চলাফেরা করতে কষ্ট হয়। এই বিষয়ে পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মানিক বলেন,ইতিমধ্যে তাদের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করার জন্য লাইসেন্সের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে।
এলাকায় মাইকিং করে জানানো হয়েছে। সকল অটোরিকশা ও টমটমগুলোকে দুইটা আলাদা আলাদা সময়ে চলাচলের অনুমতি দেয়া হবে। ফলে যানযট ও দুর্ঘটনা কমবে বলে আশা করি।
মাধবপুর থানার ট্রাফিক জোনের ওসি মোঃরমজান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন,পৌরশহরসহ অন্যান্য জায়গায় অটোরিকশা ও টমটম চলাচল বেড়েছে। আমরা উপজেলায় যানযট নিরসনে কাজ করছি। প্রতিদিনই অটোরিকশা মহাসড়কে চলতে নিষেধ করা হচ্ছে এবংঅবৈধভাবে চলাফেরা করায় অটোরিকশা আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।