মাধবপুরে বৃদ্ধের উপর মাদকসেবীদের হামলা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 4 December 2019
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বৃদ্ধের উপর মাদকসেবীদের হামলা

Link Copied!

ছবিঃ আহত আবুল হোসেনের ছবি।

মাধবপুর প্রতিনিধি : হবিগেঞ্জের মাধবপুরে নজির বাড়ীর সামনে মাদক সেবনে বাধা প্রদান করায় আবুল হোসনে (৬৯) নামে এক বৃদ্ধকে পিটিয়ে  আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর ) রাতে উ্পজেলার আদার ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত’র ছেলে কামাল মিয়া জানান, ওইদনি রাতে তার বাবা আবুল হোসেন মসজিদ থকেে নামাজ পড়ে বাড়ী ফেরার পথে বাড়ীর সামনে পার্শ্ববর্তী  নজরপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মিজান সহ ৫/৬ জন মাদক সেবন করতে দেখেন। তিনি তাদেরক বাড়ীর সামনে থেকে চলে যেতে বললে তারা ক্ষপ্তি হয়ে তার উপর চড়াও হয়। এতে বৃদ্ধ আবুল হোসেনের হাতসহ বিভিন্ন স্থানে আঘাত করে মাদকসেবীরা।

একপর্যায়ে চিৎকার শুনে স্হানীয় লোকজন আবুল হোসেনকে উদ্ধার করে মাধবপুর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন ।

এ ব্যাপারে মাধবপুর থানার পরিদর্শক গোলাম দস্তগীর আহমদে জানান, এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।