ঢাকাSunday , 11 August 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বৃত্তি প্রদান ও বইয়ের প্রকাশনা

Link Copied!

মাধবপুরে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।এ উপলক্ষে মনতলা অপরূপা বালিকা বিদ্যায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান।

শনিবার (১০ আগস্ট) মোশাররফ হোসেন ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আমেরিকা প্রবাসী শিক্ষক সৈয়দ মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ,সাংবাদিক আলাউদ্দিন আল রনি,ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,আলাউদ্দিন,মজিবুর রহমান বাহার, ফতেহুল ইসলাম,মহসিনুল কবির খান প্রমুখ।

অনুষ্ঠানে ২০ জন জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পরে প্রধান অতিথি ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান সৈয়দ মোশাররফ হোসেনের লেখা ‘সৃষ্টির রহস্য ও নাজাতের পথ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।