মাধবপুরে বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার মৃত্যু : রাষ্ট্রীয় সম্মাননা প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 7 February 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার মৃত্যু : রাষ্ট্রীয় সম্মাননা প্রদান

Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া মৃত্যুবরণ করছেন । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) রবিবার (৬ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধাগণ।

সোমবার (০৭ ফেব্রুয়ারী) বিকাল ০৩ঘটিকার সময় বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়ার নিজ ইউনিয়নের একটি মসজিদের মাঠে জানাজা ও প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মইন,তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ মুজিবুর রহমান চৌধুরী সহ সঙ্গী ফোর্স,ইউ,পি চেয়ারম্যান মোঃ পারভেজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাজী কবির উদ্দিন (কেন্দ্রীয় কাউন্সিল অর্থ সম্পাদক) বীর মুক্তিযোদ্ধা লোকমান মিয়া (কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া (কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,আসাদুজ্জামান ওসমান,আলাউদ্দিন মিয়া ,মোঃ মামুনুল ইসলাম পাঠান প্রমুখ।