মোঃজাকির হোসেন, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা সমর আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)।
উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সমর আলী গতকাল শুক্রবার (৭মে) বিকালে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
পরের দিন শনিবার (৮মে) সকাল ১০টার দিকে কালির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করে উপজেলা প্রশাসন। পরে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গন্ধবপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার প্রদানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কবির, ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ পারুল, সাবেক চেয়ারম্যান আব্দুল নূর প্রমুখ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে, ও মেয়ের জামাতা সহ নাতি নাতনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ধর্মঘর এলাকার মুক্তিযোদ্ধারা তাদের সহযোদ্ধা বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও আত্মার মাগফেরাত কামনা করেছেন।