মাধবপুরে বিষ পান করে যুবকের আত্মহত্যা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 23 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিষ পান করে যুবকের আত্মহত্যা

Link Copied!

রাজীব দেব রায় রাজু, মাধবপুর প্রতিনিধি।। হবিগঞ্জের মাধবপুরে বিষ পান করে রুবেল মিয়া (১৮)নামে এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল ওই গ্রামের ফালান মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু মিয়া জানান, রুবেল তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মঙ্গলবার ভোর রাতে বিষ পান করে ছটফট করতে থাকলে বাড়ির লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।তবে কি কারণে বিষ পান করেছে তা তিনি বলতে পারেন নি।