মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে বাঁশ বাগান। আগে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে আনাচে কানাচে প্রচুর বাঁশ বাগান দেখা যেত। কিন্তু কালের বিবর্তনে গ্রাম বাংলার সেই চিরচেনা চিত্র এখন আর চোখে পড়ে না। দিন বদলের সাথে সাথে গ্রাম বাংলার চিত্রগুলো বদলে যাচ্ছে। বর্তমানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে মানুষের চিন্তাধারার ও আমূল্য পরিবর্তন এসেছে। মানুষ এখন প্রয়োজনের তাগিদেই নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হচ্ছে।
আধুনিক যুগে মানুষ লোহা, প্লাস্টিক, টিন, ইট, কাঠ এবং হার্ডবোর্ড জাতীয় জিনিস সহজলভ্য ও কম মূল্যে পাওয়ার কারনে বাঁশের ব্যবহার কমেছে। এছাড়াও জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারনে ঘন জনবসতি সহ দোকানপাট, কলকারখানা স্থাপিত হওয়ায় সংকুচিত হচ্ছে আবাদি ও পতিত জমি। এসব কারণে বাঁশ বাগান বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর্থসামাজিক প্রেক্ষাপটে বিভিন্ন ক্ষেত্রে বাঁশের প্রয়োজনীয়তা অপরিসীম।
বাঁশ শুধু বসবাসের জন্যই নয়, মৃত্যুকালেও বাঁশ একটি অপরিহার্য উপকরণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। একসময় সদ্যভুমিষ্ঠ শিশুর নাড়ি কাটার জন্য ধারালো বাঁশেরফালি ব্যবহার করা হত জীবানু মুক্ত ছুরির বিকল্প হিসেবে। মৃত ব্যক্তিকে (বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীকে) কবরস্থ করার ক্ষেত্রে বাঁশের বিকল্প আজও আবিষ্কৃত হয়নি।
এছাড়াও গৃহস্থালীকাজে বাঁশের তৈরী ডালি, কুলা, মোড়া, চাটাই, ডোল, খড়ের ঘরের চাল, নদী পারাপারের সাঁকো, বেড়াসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার অপরিসীম। অপর দিকে কাগজ শিল্পের অন্যতম উপাদান বাঁশ। একসময় বাঁশ দ্বারা তৈরী কুটির শিল্পের রকমারি দ্রব্যাদি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোন সহযোগিতা না থাকায় এখন কুটির শিল্পের নামটিও যেন হারানো স্মৃতি।
কবি “যতীন্দ্র মোহন বাগচী”র লেখা সেই কালজয়ী কবিতা “বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই; মাগো আমার শোলক বেলা কাজলা দিদি কই?। কবির সেই অভিব্যক্তি এখন কেবলই স্মৃতির খাতায় এক মলিন পাতা। ক্রমশ হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশবাগানসহ বাঁশ ভিত্তিক কুটির শিল্প। পাশাপাশি বিলুপ্ত হয়ে যাচ্ছে বাঁশের বহুমুখী ব্যবহারও।