মাধবপুরে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য গরু দিয়ে ধান মাড়াই - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 5 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য গরু দিয়ে ধান মাড়াই

Link Copied!

ইয়াছিন তন্ময় :   মাধবপুরে প্রযুক্তির কাছে হার মেনে বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য গরু দিয়ে ধান মাড়াই। প্রায় এক যোগ আগেও মাধবপুর উপজেলার অধিকাংশ কৃষকের বাড়িতে দেখা যেত গরু দিয়ে ধান মাড়াইয়ের অপরুপ দৃশ্য। বর্তমানে ডিজিটাল যুগে প্রযুক্তির কাছে হার মেনে সেই দৃশ্য আর দেখা যায় না।  আধুনিক বিজ্ঞানের যুগে অপার আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের কৃষিক্ষেত্রে।  ধান বপন, রোপণ, ধান কাটা, মাড়াই করা এমনকি ধান থেকে চাল করা নিয়ে প্রত্যেকটা কাজই সম্পন্ন বিজ্ঞানের নব নব আবিষ্কার দ্বারা।

ছবি : গরু দিয়ে ধান মাড়াই আজ বিলুপ্তির পথে (সংগ্রহ )

মাধবপুর উপজেলার বেলঘর গ্রামের বৃদ্ধ প্রান্তিক কৃষক আব্দুল আজিজ ,সিরাজ উদ্দিন দৈনিক আমার হবিগঞ্জকে বলেন কয়েক বছর আগেও ধান মাড়াইয়ের জন্য গরু ছাড়া কোন বিকল্প ছিল না। ধান কাটার পর তা বাড়িতে নিয়ে এসে গরু দিয়ে মলন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করা হতো। তাড়া বর্তমান সময়ে উন্নত প্রযুক্তির সাথে তাল মেলাতে না পেরে,গ্রাম থেকে হারিয়ে গেছে গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ। খাটুরা গ্রামের কৃষক আজগর আলি হতাশ হয়ে বলেন, আগে গরু দিয়ে ধান মাড়াই করে কতই না আনন্দ পাইতাম।

 

কিন্তু ধান চুরানোর মেশিন বের হয়ে আমাদের সেই রেওয়াজ এখন আর ধরে রাখা সম্বব হচ্ছে না। উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তা জানান,যুগের সাথে তাল মিলিয়ে উপজেলার সব জায়গায় এখন আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যাবহার করা হচ্ছে। ফলে কৃষি খাতে গরু দিয়ে ধান মাড়াই বিলুপ্তি হয়ে যাচ্ছে।