
ছবি: উদ্বোধন করেন বে সামরিক বিমান ও পর্যটন পরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোসাব্বির হোসেন বেলাল।
মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান সাউথ কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের মুসলমান ছাত্র ও শিক্ষকদের নামাজের জন্য গত (৮ ই আগস্ট) প্রথম উন্নয়ন মূলক কাজের ধারাবাহিকতায় একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বর্তমান উক্ত বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মাননীয় বে সামরিক বিমান ও পর্যটন পরিবহন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোসাব্বির হোসেন বেলাল।
বুধবার (১২ ই আগস্ট) সকালে নিজ উপস্থিতিতে দ্রুত মসজিদটি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বিমান ও পর্যটন পরিবহন প্রতিমন্ত্রীর সচিব মোঃমোছাব্বির হোসেন (বেলাল)।
এ সময় উপস্থিত ছিলেন সাউথ কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অহিদ হোসেন সহকারি শিক্ষক মোঃশফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন টিটু, আরো উপস্থিত ছিলেন ডাঃ জরিপ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও উক্ত বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এই মহতি কাজের সার্বিক সফলতা কামনা করছেন অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক মন্ডলীসহ এলাকার সাধারণ জনগণ।