মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুর উপজেলায় নৌকায় পিকনিক জমে উঠেছে। প্রতিদিন বিপুল সংখ্যক পিকনিকের নৌকা দূর্গম বিল অঞ্চলে আনন্দ ভ্রমনের নামে ঘুরে বেড়াচ্ছে।
নৌকাগুলো পিকনিককারীদের নিয়ে ভরপুর থাকছে। এদের বেশির ভাগই যুবক-যুবতি। এদিকে করোনা সচেতনতায় পিকনিককারীদের কোন নৌকাতেই সামাজিক ও শারীরিক দূরত্ব কোন কিছুই মানা হচ্ছে না। মাধবপুর মাঠ-ঘাট নদ-নদী ও দূর্গম বিল অঞ্চল জুড়ে এখন শুধুই বর্ষার পানি। কোরবানির ঈদের পর থেকেই নৌকায় পিকনিক ও আনন্দ ভ্রমন জমে উঠেছে।
জানা যায়, পিকনিককারীরা উপজেলার বিভিন্ন যায়গায় ও নদ-নদী এলাকায় নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
প্রতিটি নৌকায় থাকছে সাউন্ড সিষ্টেম এতে উল্লাসে মেতে উঠছে যুবক-যুবতিরা।