লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার অভিযানে বিপুল পরিমানের রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৩মে) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধবপুর জাল বাজারে অভিযান চালিয়ে ২ টি জাল ১০০ মিটার করে প্রায় ২০০ মিটার রিং জাল জব্দ করে আগুনে পুরিয়ে ধ্বংস করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মবর্তা শেখ মঈনুল ইসলাম মঈন,উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান সহ সাংবাদিক ও উপজেলা মৎস্য কর্মচারীবৃন্দ ।
উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, এটি এমন একটি জাল যা দিয়ে নদীর ছোট বড় সব ধরনের মাছ ধ্বংস করতে সক্ষম।