মাধবপুর থানা পুলিশ ৩৮ কেজি গাঁজাসহ ফারুক মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার (২০ জানুয়ারী) রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই পরিমান গাঁজাসহ ফারুক কে আটক করা হয়।ফারুক শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গোয়াছনগর গ্রামের শমছু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ফারুককে তার গ্রামের বাড়ী থেকে আটক করা হয়। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা হয়েছে বলে ওসি (তদন্ত) আতিকুর রহমান জানিয়েছেন।