জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের অর্থায়নে ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারাণ। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মজিব উদ্দীন তালুকদার ওয়াসীম, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন, সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন আহম্মেদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান । ২০১৯-২০ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ১শ’ জন চাষির মাঝে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।