মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 1 June 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Link Copied!

মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের গাগরাবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন সবর (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। লিটন সুরমা চা বাগানের ১০ নং সেকশনের রবি সবরের ছেলে।

জানা যায়, লিটন বিভিন্ন জলাশয় ও খালের পাড়ের গর্ত থেকে কুচে ধরে তা বাজারে বিক্রী করে সংসার চালাতো। প্রতিদিনের মতো আজও কুচে ধরতে লিটন বুল্লা ইউনিয়নের গাগরাবাড়ি যায়। একটি খালের ধারে গর্ত থেকে টোপ ফেলে কুচে ধরতে নামলে খালের পানিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

স্থানীয় লোকজন উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোখসানা পারভিন জানান, ‘লিটনকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়।’মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী মাধবপুর থানার উপপরিদর্শক আবু রায়হান জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।