মো: জাকির হোসেন মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে নতুন বিজিবি ক্যাম্পের ৩৫০ মিটারের মতো কাঁচা রাস্তাটির বেহাল দশা। সামান্য বৃষ্টিতে কাদামাটিতে একাকার হয়ে যায় রাস্তাটি। আর এ কারণে ভোগান্তিতে রয়েছে সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সৈনিকেরা।
সচেতন মহলের দাবি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু রাস্তাটির এই অবস্থার কারণে হঠাৎ করে কোনো গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালান রোধের খবর ক্যাম্পে আসলে মোটরসাইকেল নিয়ে বা অন্য কোনো যানবাহন নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে বিজিবি অতন্ত্র প্রহরী। এই কাঁচা কাদামাটি রাস্তা দিয়ে ঘটনাস্থলে যায়ার আগেই চোরাকারবারীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান মাঝে মধ্যে ইউনিয়ন কর্মসূচির কাজ আসলে কিছু মাটি ফেলালেও একটু বৃষ্টি হলেই যেন মরণ ফাঁদে পরিণত হয় রাস্তাটি। মানুষকে চলাচল করতে হয় পায়ে হেঁটে।
সামান্য বৃষ্টি হলে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি।বর্তমান সরকার যেভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। তার ধারাবাহিকতায় খুব শীগ্রই যাতে এই রাস্তাটি ইট সলিং করানো হয়। সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসী।