মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও পার্সিমন ফল জব্দ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 17 October 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিজিবির অভিযানে ভারতীয় জিরা ও পার্সিমন ফল জব্দ

জাকির হোসেন
October 17, 2024 9:23 am
Link Copied!

মাধবপুরে প্রায় ২৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও পার্সিমন ফল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫বিজিবি) থেকে বুধবার (১৬ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫৫ বিজিবির একটি টহল দল ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধাচত্ত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সেখানে একটি মিনি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালিয়ে ১৬৫০ কেজি ভারতীয় জিরা ও ৭০০ কেজি পার্সিমন ফল জব্দ করে। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী সত্যতা নিশ্চিত করে জানান আটকৃত মালামাল হবিগঞ্জ জেলা কাস্টম অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।