মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 14 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার

Link Copied!

 

লিটন বিন ইসলাম, মাধবপুর : ভারত থেকে বাংলাদেশে পাচারকালে হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া ন্যাশনাল চা বাগানে ভারতীয় ২ হাজার ৫০০ প্যাকেট আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৩ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী।

তিনি জানান, সোমবার বিকালে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির হাবিলদার জহিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ন্যাশনাল চা বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ২ হাজার ৫০০ প্যাকেট কিং কোবরা আতশ বাজি উদ্ধার করে।