মাধবপুরে বাস চাপায় প্রাণ গেল শিশুর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 21 June 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বাস চাপায় প্রাণ গেল শিশুর

Link Copied!

মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে বাস চাপায় লামিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজার এলাকার মো: শাহাবুদ্দিন এর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি মিনিবাস (ঢাকা মেট্রো জ-১৪-২৫২২) লামিম কে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় লামিমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ তৈমুর ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক মিনি বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পলিয়ে গেছে।