খায়রুল ইসলাম সাব্বির : মাধবপুরে বালু খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল রবিবার উপজেলার আদাঐর গ্রামে এ অভিযান চালানো হয়।
এ সময় নজিরপুর গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ মিয়াকে আটক করা হয়। জানা যায়, উপজেলার নজিরপুর গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ মিয়া দীর্ঘদিন ধরে আদাঐরা আউলিয়াবাদ ব্রীজের কাছ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
পরে ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে, উপজেলার চোমুহনী ইউনিয়নের বড়জ্বালা বাজারের কাছে বালু উত্তোলনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মহিউদ্দীন।