মাধবপুরে বহরা ইউনিয়নে ত্রাণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 11 April 2020

মাধবপুরে বহরা ইউনিয়নে ত্রাণ বিতরণ

Link Copied!

পবিত্র দেবনাথ, মাধবপুর প্রতিনিধি।। আজ মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের চেয়ারম্যান ৭০০ অসহায় পরিবারের মাঝে সরকারী ত্রাণ বিতরণ করেন।

ছবিঃ ত্রাণ বিতরণের ছবি।

আজ ১১ ই এপ্রিল মাধবপুর উপজেলা বহরা ইউনিয়ন ৬, ৭, ৮, ৯, নং ওয়ার্ডের ৩০০ অসহায় পরিবার যারা কাজ কাম নাই দরিদ্র পরিবার তাদের মাঝে সরকারী ত্রাণ বিতরন করেন। প্রত্যেক জন ১০ কেজি করে চাল পান।

বহরা ইউনিয়ন এর চেয়ারম্যান জনাব আরিফুর রহমান বলেন, সরকারী ত্রাণ সামগ্রী অসয়াই পরিবারের মাঝে নিজ দায়িত্বে পৌছিয়ে দেওয়া উনার দায়িত্ব। তাই তিনি খোজ খবর নেন মেম্বারগন এর মাধ্যমে খবর নিয়ে এসব ত্রাণ সামগ্রী ভিতরন করেন । গত সোমবারে আরো ৪০০ পরিবারের মাঝে এই ত্রাণ ১০ কেজি করে চাল দেন।

মাধবপুর সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়