মাধবপুরে বজ্রপাতে নিহত ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 17 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বজ্রপাতে নিহত ১

Link Copied!

শেখ শাহাউর রহমানবেলালঃ হবিগঞ্জের মাধবপুরে সিরাজ মিয়া (৪৬) নামে  বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।নিহত সিরাজ মিয়া উপজেলার শাহজানপুর ইউনিয়নের পরমাননন্দপুর গ্রামের সাজুদ্দি মিয়ার ছেলে।
শুক্রবার (১৭ এপ্রিল ) সকাল ৭ টার দিকে বজ্রপাতের ঘটনাটি ঘটে।

ছবি : বজ্রপাতে নিহত কৃষক সিরাজ মিয়ার নিথর দেহ

সিরাজ মিয়ার ভাগ্নে আবু কালাম মিয়া জানান, সিরাজ মিয়া গরুর খাবারের জন্য ঘাস কাটতে নোয়াহাটি ও পূর্ব আন্দিউড়ার মধ্যবর্তী বিলে যায়। ঘাস কাটার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দৈনিক আমার হবিগঞ্জকে জানান তিনি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইকবাল হুসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন