মাধবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব'র ৯০তম জন্মবার্ষিকি উপলক্ষে খাদ্য সহায়তা ও ফলজ চারা বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 8 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯০তম জন্মবার্ষিকি উপলক্ষে খাদ্য সহায়তা ও ফলজ চারা বিতরণ

Link Copied!

ছবি: খাদ্য সহায়তা ও ফলজ চারা বিতরণ করেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এবং সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার।

 

রুয়েল আহাম্মদ রুবেল : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষকি উপলক্ষে ৫০ জন অসহায় ও বিধবা মহিলাদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী এবং ফলের চারা বিতরণ করা হয়। সেই সাথে ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে নিয়ে বিটিভিতে সরাসরি সম্প্রাচারীত অনুষ্ঠান উপভোগ করা হয়।

এসময় মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এবং সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার উপস্থিত থেকে বিতরণ কাজ পরিচালনা করেন। আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা সহ উপজেলার আরো অনেকে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান সবাইকে নিরাপদ দুরত্ব বজায় রেখে করোনা মোকাবেলার আহব্বান জানান।