মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুর উপজেলায় গতকার মঙ্গলবার ২৫ আগস্ট বিকালে উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।
‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার দরিদ্র, অসহায় ও দুস্থ মহিলাদের মাঝে ‘প্রধানমন্ত্রীর উপহার’ সেলাই মেশিন ভোক্তভোগীরা নিজ হাতে গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারানা। এছাড়ও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ ব্যক্তিবর্গ।