মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 16 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন

অনলাইন এডিটর
August 16, 2020 12:41 am
Link Copied!

ছবি; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন।

 

রুয়েল আহাম্মেদ রুবেল, মাধবপুর : হবিগঞ্জ’র মাধবপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন প্রঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।

সকালে উপজেলা প্রঙ্গনে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ এর ১৫ আগষ্ট উনার পরিবারের হত্যা করা হয়েছিল সবার প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক প্রকাশ এবং বঙ্গবন্ধুর স্মৃতি স্থম্ভে পুষ্প অর্পন করা হয়। এ কার্যক্রম শেষ করে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন করেন।

মাধবপুর উপজেলা প্রঙ্গনে বৃক্ষ রোপন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান, উপজেলা সহকারী কর্মকর্তা (ভুমি) আয়েশা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা সহ উপজেলার আরো অনেকে।

এছাড়াও উপজেলার প্রত্যকটি ইউনিয়ন এবং প্রায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনে ইউ/পি সদস্যরা ও স্কুলের শিক্ষকরা জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন করেন।