মাধবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনসার ভিডিপি’র বৃক্ষ রোপন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 19 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনসার ভিডিপি’র বৃক্ষ রোপন

Link Copied!

 

মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রবিবার (১৯ জুলাই) মাধবপুর উপজেলা আনসার ভিডিপি অফিসে থেকে ফলের চারা ইউনিয়ন ভিডিপি আনসার কমান্ডারদের মাঝে বিতরণ করা হয়।
গাছ লাগাই পরিবেশ বাচাই এই শ্লোগানকে সামনে রেখে। মাধবপুর আনসার ভিডিপি কার্যালয়ে আনসার বাহিনীর সিনিয়রদের উপস্থিতে কিছু সংখ্যক চারা বিতরন করা হয়।

 

ছবি: বৃক্ষ রোপনকালে আনসার ভিডিপি’র সদস্যবৃন্দ

 

এসময় উপস্থিত মাধবপুর আনসার ভিডিপির সিনিয়র সদস্যরা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষ সঞ্চয়ের চাবিকাঠি হিসেবে উপকার দেয়। যেমন ফল আমাদের দেহের পুষ্টি বৃদ্ধি করে, ঠিক তেমনি ঔষধি গাছ চিকিৎসা ও ঔষধ তৈরির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।

তাই জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার লক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবেশ ও মানুষদের কল্যাণে মাধবপুর উপজলায় বিভিন্ন জায়গায় নানা প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়েছে এবং পরবর্তীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।