মাধবপুরে ফেনসিডিল সহ যুবক আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 January 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ফেনসিডিল সহ যুবক আটক

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুরে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দেবাশীষ রায় (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার পৌর শহরের পূর্ব পাইকপাড়ার মৃত গোবিন্দ চন্দ্র রায়ের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২ টার দিকে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: গোলাম মোস্তফা’র নেতৃত্ব পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলওয়ে স্টেশন থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দেবাশীষ রায় নামে এক যুবককে আটক করে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) মো: গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটককৃত ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।