ইয়াছিন তন্ময়, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গেইটের সামনে অভিযান চালিয়ে দশ বোতল ফেনসিডিল সহ জয়নাল মিয়া (২৫) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করে কাশিমনগর ফাঁড়ি পুলিশ।
মঙ্গলবার (১৭আগস্ট) দুপুরে কাশিম নগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক উত্তম কুমার দাসের নেতৃত্বে এ,এস,আই গোলাম মোস্তাফা সঙ্গীয় ফোর্স সহ একদল পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
আটককৃত জয়নাল মিয়া উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার মালেক মিয়ার ছেলে।
কাশিম নগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান অব্যাহত আছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন।