মাধবপুরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন : জরিমানা ১ লাখ টাকা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 6 April 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন : জরিমানা ১ লাখ টাকা

Link Copied!

মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলি গ্রামে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে হৃদয় আহমেদ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হৃদয় আহমেদ ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা সদরের তোরাব আলীর ছেলে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। তিনি জানান, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।