মাধবপুরে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 3 December 2023

মাধবপুরে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) সকালে জাতীয় উদ্যান সাতছড়িতে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি। সভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল।

স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মাঝে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ওলিদ মিয়া সহ বক্তব্য দেন। সভায় আগত শিক্ষার্থীদের হাতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেওয়া হয়।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়