মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিশু সাহিত্যিক শামীমা জাফরিন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 21 September 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন শিশু সাহিত্যিক শামীমা জাফরিন

Link Copied!

ইয়াছিন তন্ময় মাধবপুর  :    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র স্ত্রী শিশু সাহিত্যিক ও লেখিকা শামীমা জাফরিন। এসময় তিনি বিদ্যালয়ে কয়েকটি ফলজ ও ঔষধি গাছ রোপণ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের উনার স্বরচিত কিছু বই উপহার দেন।
শামীমা জাফরিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পুটিনা গ্রামে এক সম্ভ্রান্ত ভূইয়া পরিবারে জন্ম গ্রহণ করেন । পিতা মরহুম গােলাম মােস্তফা ভূঁইয়া ও মা মরহুম সাকুবুন্নেসা । চার বােন দুই ভাইয়ের মধ্যে তিনি পঞ্চম । তার শৈশবের বেশ কিছু সময় কেটেছে নিজ গ্রামে ।

ছবি : বিদ্যালয়ের পরিদর্শন বহিতে স্বাক্ষন করছেন শিশু সাহিত্যিক শামীমা জাফরিন

তিনি প্রকৃতি,তার রূপ,মাটি,মানুষের সব কিছুকেই দেখেছেন একান্তই নিজ অনুভূতি দিয়ে । সংস্কৃতিমনা পরিবার এবং গ্রামীণ পরিবেশ , প্রকৃতি তাকে সাহিত্যের অনুপ্রেরণা যুগিয়েছে ।
বর্তমানে জাতীয় দৈনিক ও শিশু -কিশাের পত্রিকায় লিখছেন। তিনি কেএল জুবিলী স্কুল এবং মতিঝিল আইডিয়াল স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেন এবং একই প্রতিষ্ঠানের বনশ্রী শাখায় শিক্ষাদানরত অবস্থায় ২০০৮ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জননী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাতভােকেট মাে : মাহবুব আলী এমপি’র সহধর্মিনী