মাধবপুরে উপজেলা পরিষদের উদ্যোগে শিশু খাদ্য বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 20 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে উপজেলা পরিষদের উদ্যোগে শিশু খাদ্য বিতরণ

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :  মাধবপুর উপজেলা পরিষদের বরাদ্দ হতে করোনাভাইসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের ৫৫০জন শিশুর মধ্যে শিশু খাদ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে।

(২০জুন) শনিবার দুপুরে উপজেলা রেস্ট হাউজের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাসতারান পৌর এলাকার ২৫ জন শিশুর মধ্যে খাদ্য বিতরণ করেন। তাদের মায়েরা শিশু খাদ্য গ্রহন করেন। এসময় সহকারী কমিশনার ভুমি আয়েশা আক্তার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা চেয়াম্যানের সি এ নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ছবি : মাধবপুরে শিশু খাদ্য বিতরণ করছেন ইউএনও তাশনুভা নাশতারান

পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে শিশু খাদ্য বিতরণ করা হবে।খাদ্যের মধ্যে ছিল ,প্যাকেটজাত গুড়ো দুধ,সুজি,ও চিনি।উপজেলা পরিষদের পক্ষ হতে আরও জানান ইউ পি চেয়ারম্যান ও উপজেলায় কর্মরত ও করোনায় সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই প্রদান করা হয়েছে।